কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সরাসরি কৃষি ঋণ বিতরণ করা হয় না। বাংলাদেশ কৃষি ব্যাংক এর মাধ্যমে নির্ধারিত কিছু ফসল উৎপাদন করার জন্য কৃষকদের ঋণ বিতরণ ও আদায় করা হয়ে থাকে।
যেসকল ফসল উৎপাদনের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক ঋণ বিতরণ হয়ে থাকে সেগুলো নিন্মরূপ
(ক) ডাল জাতীয় ফসলঃ মাসকলাই, মুগ, মশুর, খেসারী, ছোলা, মটর ও অড়হর।
(খ) তৈল জাতীয় ফসলঃ সরিষা, তিল, তিসি, সূর্যমুখী, সয়াবিন।
(গ) মসলা জাতীয় ফসলঃ পিঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ ও জিরা।
(ঘ) ভূট্টা।
ঋণ প্রাপ্তির জন্য নিয়ম কানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বিস্তারিত জানার জন্য নিকটস্থ কৃষি ব্যাংকে যোগাযোগ করুন।
কৃষি ঋণ পেতে নিন্মোক্ত সংস্থাসমূহের সাথে যোগাযোগ করা যেতে পারে
১। ব্যাংক:
ক্রমিক নং | ব্যাংকের নাম ও যোগাযোগের ঠিকানা |
১ | বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস। |
২ | সোনালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম। |
৩ | জনতা ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম কর্পোরেট শাখা। |
৪ | কৃষি ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়,চট্টগ্রাম। |
৫ | অগ্রণী ব্যাংক লিমিটেড, জি.এম সার্কেল,চট্টগড়াম। |
৬ | রূপালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম। |
৭ | পূবালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম শাখা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস