চট্টগ্রাম: দেশের সেরা জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। মঙ্গলবার (২৬ জুলাই) জেলা প্রশাসক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসক হিসেবে জনস্বার্থ সংরক্ষণ, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি সেবা গ্রহণে জনভোগান্তি ও হয়রানি বন্ধ করা, সরকারি কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানো ও নিশ্চিত করা, ভূমি সংক্রান্ত বিষয়ে ডিজিটাইলেজেশন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া, সেবার মান উন্নতকরণ নিশ্চিত করা, খাদ্যে ভেজাল, নকল ঔষধ, যাত্রী হয়রানি, মেয়াদ উত্তীর্ণ পণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, মোবাইল কোর্টের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ রাখা ও আইনশৃঙ্খলা রক্ষায় ও সার্বিক বিবেচনায় তাকে সেরা জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু নভো থিয়েটারে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তাকে পদক প্রদান করা হবে।
২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মেজবাহ উদ্দিন। এর আগে গত বছর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়েও তিনি সেরা জেলা প্রশাসক মনোনীত হয়েছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS