চট্টগ্রাম বিভাগের উল্লেখযোগ্য গীর্জা
চট্টগ্রাম জেলার গীর্জা
১। চট্টগ্রাম ঐশীপ্রেম ব্যাপ্টিস্ট চার্চ
২। পাথরঘাটা গীর্জা
৩। বোয়ালখালী গীর্জা
কুমিল্লা জেলার গীর্জা
আওয়ার লেডী অব ফাতিমা চার্চ
প্রয়াত সিস্টার মেরী লিও ক্যাভেল এর উদ্যোগে ১৯৫০ খ্রীঃ কুমিল্লা ক্যাথলিক মিশনের কাজ শুরু হয়। ক্যাথলিক মিশনটি ১৯৫১ সালে অর্থের বিনিময়ে এবং লিক্যান মিশন থেকে ক্রয় করা হয়। এই চার্চের নাম করণ হয় “আওয়ার লেডী অফ ফাতিমা ক্যাথলিক চার্চ”। তখন প্রথম ফাদার ছিলেন “ফাদার ফ্রান্সিস উইস সি, এস, সি। পরে ১৯৬১ সালে ফাদার ডানিয়েল টেরেন্স ক্যানার্স সি, এস, সি চার্চের দায়িত্ব গ্রহন করেন এবং দীর্ঘ দিন দায়িত্ব পালনের পর ১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি পরলোক গমন করেন। পরবর্তীতে দেশীয় বাঙ্গালী ফাদার পর পর কয়েকজন দায়িত্ব পালন করেন এবং বর্তমানে ফাদার লেনার্ড পি, রোজারিও দায়িত্ব পালন করছেন। গীর্জার সংলগ্ন যাজক ভবন বিদ্যমান। কুমিল্লা ক্যাথলিক চার্চের আওতাধীন ৪৭ টি পরিবার ২৭২ জন সদস্য সদস্যা কুমিল্লা শহরে বসবাস করেন। এই চার্চের পরিচালিত একটি উচ্চ বালিকা বিদ্যালয় ও প্রাইমারী বালক বিদ্যালয় রয়েছে। ক্রেডিট ইউনিয়ন বা সমবায় ঋণদান সমিতি রয়েছে এবং একটি ক্যাথলিক কবর স্থান রয়েছে।
রিভাইভ্যাল ব্যাপ্টিস্ট চার্চ
অস্ট্রেলিয়ান মিশনারী মিস আর্ণল্ড এর দ্বারা কুমিল্লা, বাদুরতলায় ব্যাপ্টিস্ট চার্চ প্রতিষ্ঠিত হয়।পরবর্তীতে ১৭ই মার্চ ১৯৬৭ খ্রীঃ সনে এর নামকরণ করা হয়, রিভাইভ্যাল ব্যাপ্টিস্ট চার্চ নামে।দীর্ঘ দিন যাবত রিভাইভ্যাল ব্যাপ্টিস্ট চার্চে কোন মিশনারী নাই। এই চার্চ স্থানীয় বাঙ্গালীদের দ্বারাই পরিচালিত হচ্ছে।রিভাইভ্যাল ব্যাপ্টিস্ট চার্চের পরিবারের সংখ্যা ৪২ টি। সর্বমোট লোক সংখ্যা ২৯০ জন।কুমিল্লা রিভাইভ্যাল ব্যাপ্টিস্ট চার্চের একটি কবর স্থান রয়েছে যাহা শাসনগাছায় অবস্থিত।
ব্রাহ্মণবাড়িয়া জেলা
ব্যাপ্টিস্ট চার্চ
ব্রাহ্মণবাড়িয়া ব্যাপিস্টস্ট চার্চ ১৯১০ সালে স্থাপিত হয়। এই চার্চটি পুরাতন চার্চের মধ্যে অন্যতম একটি। নিউজিল্যান্ড মিশনারীগণ এসে এই স্থানটিকে মিশন স্থাপনের জন্য বেছে নেন। তখন ছিল বৃটিশ যুগ। বর্তমানে সেই যুগের কেউ বেচে নেই। এই চার্চ স্থাপনের সংগে সংগে একটি হাসপাতাল যা খ্রীস্টিয়ান মেডিক্যাল সেন্টার নামে পরিচিতি এটি এবং একটি স্কুল যা খ্রীস্টিয়ান মিশন স্কুল পরিচিত তা স্থাপিত হয়।ব্রাহ্মণবাড়িয়া ব্যাপ্টিস্ট চার্চ ১০০ বছরেরও অধিক সময় অতিক্রান্ত করেছে। কোন এক সময় এই মিশন যারা স্থান করেছিল তাদের মধ্যে একজন মিশনারী, নাম জন টেকেল, তিনি একসময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বও পালন করে গেছেন। বর্তমানে এই চার্চের অধিনে স্থানীয় স্কুল ও হাসপাতালের মধ্যে দিয়ে সমগ্র ব্রাহ্মণবাড়িয়াবাসী ও তার আশপাশের জনগণও বিভিন্নভাবে সেবা পেয়ে আসছে।মিশন স্থাপনের উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের সেবা করা এবং এই লক্ষে বর্তমানে স্কুলটিতে ১৮০০ অধিক ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে এবং হাসপাতালের মধ্যে দিয়ে অগণিত জনগণকে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠান দুটি। স্থানীয় খ্রীষ্টিয়ান জনগণ অত্র এলাকার ভিন্নধর্মী সবার সংগে এক ঐক্যে শান্তিতে বসবাস করছে। খ্রীস্টিয়ান জনগণ এ যাবৎ শান্তিতে বসবাস করছে এবং দেশের কল্যাণে যে কোন সমাজ সেবায় সর্বত্র বিভিন্ন অবদান রেখে আসছে।
নোয়াখালী জেলার গীর্জা সমূহঃ
ক্রম | গীর্জার নাম | অবস্থান |
১. | লুদের রাণী গীর্জা | নোয়াখালী সদর |
২. | সেন্ট সাধু এন্টনী গীর্জা | নোয়াখালী সদর |
৩. | সেন্ট সাধু অ্যান্টনী গীর্জা
| নোয়াখালী সদর |
খাগড়াছড়ি জেলার গীর্জা সমূহঃ
মহালছড়ি
মাইসছড়ি ইউনিয়নঃ
ক্রঃ নং | গীর্জার নাম | ইউনিয়ন |
০১. | বেথলেহেম চার্চ | মাইসছড়ি |
ক্যায়াংঘাট ইউনিয়নঃ
ক্রঃ নং | গীর্জার নাম | ইউনিয়ন |
০১. | দাতকুপ্যা ব্যাঃ চার্চ। | ক্যায়াংঘাট |
০২. | লাম্বাপাড়া ব্যাঃ চার্চ। | ক্যায়াংঘাট |
মানিকছড়ি
ক্রঃ নং | গীর্জার নাম | অবস্থান | পরিচালনা কমিটির সভাপতির নাম |
০১ | আনন্দ পাড়া গীর্জা | আনন্দ পাড়া |
|
০২ | ভূতাইছড়ি গীর্জা | ভূতাইছড়ি |
|
০৩ | ধামাই পাড়া গীর্জা | ধামাই পাড়া | জগৎ সিন্ধু |
০৪ | নোনাবিল পাড়া গীর্জা | নোনাবিল | আব্রাহাম লিংকন |
০৫ | সাপমারা গীর্জা | সাপমারা | শ্যাম কুমার ত্রিপুরা |
৬ | নতুন ত্রিপুরা পাড়া গীর্জা | সাপমারা | ধনীরাম ত্রিপুরাঃ |
বান্দরবান জেলার গীর্জা সমূহঃ
ক্রঃ নং | ইউনিয়নের নাম | গীর্জার নাম | মন্তব্য | |
২। | তারাছা | ১। সিনাই পাড়া ক্যাথলিক গীর্জা, সিনাই পাড়া, ৩নং ওয়ার্ড,২। সিনাই পাড়া ব্যাপটিক্স গীর্জা, সিনাই পাড়া, ৩নং ওয়ার্ড,৩। অংতং খুমি পাড়া গীর্জা, অংতং পাড়া, ৭নং ওয়ার্ড,৪। শ্যারণ পাড়া গীর্জা, অংতং পাড়া, ৬নং ওয়ার্ড,৫। লংথং খুমি পাড়া গীর্জা, লংতং পাড়া, ৬নং ওয়ার্ড,৬। জামিনী পাড়া ক্রামা গীর্জা, জামিনী পাড়া, ৬নং ওয়ার্ড,৭। ছাংকিং খুমি পাড়া গীর্জা, ছাংকিং পাড়া, ৬নং ওয়ার্ড,৮। মংঞো পাড়া ক্রামা গীর্জা, মংঞো পাড়া, ৭নং ওয়ার্ড,৯। দুর্নিদৌ পাড়া গীর্জা, দুর্নিদৌ পাড়া, ৮নং ওয়ার্ড,১০। মেনপুং পাড়া ক্রামা গীর্জা, মেনপুং পাড়া, ৮নং ওয়ার্ড,১১। মার্কিন পাড়া ক্রামা গীর্জা, মার্কিন পাড়া, ৮নং ওয়ার্ড,১২। প্লেদই পাড়া ক্রামা গীর্জা, প্লেদই পাড়া, ৯নং ওয়ার্ড,১৩। মেনরয় পাড়া ক্রামা গীর্জা, মেনরয় পাড়া, ৯নং ওয়ার্ড,১৪। বুড়ি পাড়া ক্রামা গীর্জা, বুড়ি পাড়া, ৯নং ওয়ার্ড,১৫। মেনকং পাড়া ক্রামা গীর্জা, মেনকং পাড়া, ৯নং ওয়ার্ড,১৬। মেনলুং পাড়া ক্রামা গীর্জা, মেনলুং পাড়া, ৯নং ওয়ার্ড,১৭। মেনদুই পাড়া ক্রামা গীর্জা, মেনদুই পাড়া, ৯নং ওয়ার্ড,১৮। নোয়াপাড়া ক্রামা গীর্জা, নোয়াপাড়া, ৯নং ওয়ার্ড,১৯। বাবু পাড়া ক্রামা গীর্জা, বাবু পাড়া, ৯নং ওয়ার্ড, | ||
ক্রঃ নং | ইউনিয়নের নাম | গীর্জার নাম | মন্তব্য | |
৩। | আলেক্ষ্যং | ১। মডেল পাড়া ই.সি.সি চার্চ২। মডেল পাড়া ক্যাথলিক চার্চ৩। সোয়ামবিল পাড়া ই.সি.সি চার্চ৪। সোয়ামবিল পাড়া ক্যাথলিক চার্চ৫। তারাছা পাড়া ক্যাথলিক চার্চ৬। মহেন্দ্র পাড়া ক্যাথলিক চার্চ৭। মহেন্দ্র পাড়া ক্যাথলিক চার্চ৮। বম হেডম্যান পাড়া ই.সি.সি চার্চ৯। সাধু হেডম্যান পাড়া ব্যাপ্টিষ্ট চার্চ১০। সাধু হেডম্যান পাড়া ক্যাথলিক চার্চ১১। নারায় পাড়া ব্যাপ্টিষ্ট চার্চ১২। নারায় পাড়া ক্যাথলিক চার্চ১৩। রুলকি পাড়া ব্যাপ্টিষ্ট চার্চ১৪। রুলকি পাড়া ক্যাথলিক চার্চ১৫। যাদুমনি পাড়া ক্যাথলিক চার্চ১৬। সিপ্পি পাড়া ব্যাপ্টিষ্ট চার্চ | ||
ক্রঃ নং | ইউনিয়নের নাম | গীর্জার নাম | মন্তব্য | |
৪। | নোয়াপতং | ১। আন্তা পাড়া ক্যাথলিক চার্চ, আন্তা পাড়া, ২নং ওয়ার্ড,২। আন্তা পাড়া ব্যাপটিস্ট চার্চ, আন্তা পাড়া, ২নং ওয়ার্ড,৩। আন্তা পাড়া স্বাধীন মন্ডলী, আন্তা পাড়া, ২নং ওয়ার্ড,৪। গংখাং পাড়া সেভেন এডভেন্টিজ চার্চ, গংখাং পাড়া, ৩নং৫। শিলছড়ি পাড়া সেভেন এডভেন্টিজ চার্চ, শিলছড়ি পাড়া, ৩নং৬। ক্রংলাই পাড়া সেভেন এডভেন্টিজ চার্চ, ক্রংলাই পাড়া, ৮নং৭। থুইচা পাড়া সেভেন এডভেন্টিজ চার্চ, থুইচা পাড়া, ৮নং৮। মনিরাম পাড়া ব্যাপটিষ্ট চার্চ, মনিরাম পাড়া, ৯নং ওয়ার্ড,৯। মনিরাম পাড়া ব্যাপটিস্ট চার্চ, মনিরাম পাড়া, ৯নং ওয়ার্ড,১০। বাওয়া পাড়া ক্যাথলিক চার্চ, বাওয়া পাড়া, ৯নং ওয়ার্ড,১১। বাওয়া পাড়া ব্যাপটিষ্ট চার্চ, বাওয়া পাড়া, ৯নং ওয়ার্ড, | ||
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS